আন্তর্জাতিক

ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা প্রত্যাখ্যান করছে না রাশিয়া: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি ইউক্রেন নিয়ে শান্তি আলোচনার ধারণা প্রত্যাখ্যান করছেন না। সেন্ট পিটার্সবার্গে আফ্রিকার নেতাদের সঙ্গে সাক্ষাতের পর তিনি এ কথা বলেছেন।

রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, আফ্রিকা ও চীনের উদ্যোগ শান্তি অন্বেষণের ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

তবে পুতিন সাফ জানিয়েছেন, ইউক্রেনের সেনাবাহিনী আক্রমণাত্মক হওয়ায় কিয়েভের সঙ্গে কোনো যুদ্ধবিরতি হতে পারে না।

পুতিন যখন কথা বলছিলেন তার কয়েক ঘণ্টা পরই  মস্কোতে ইউক্রেনের একটি ড্রোন হামলা চালিয়েছে। এ ঘটনায় দুটি অফিস ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মস্কো।

এর আগেও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে ইউক্রেন ও রাশিয়া উভয়ই বলেছে, তারা কিছু পূর্বশর্ত ছাড়া আলোচনার টেবিলে আসবে না।