সারা বাংলা

রাজস্থলীতে উদ্বোধন হলো মডেল মসজিদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চম ধাপে সারা দেশে আরও ৫০টি নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন। এরই অংশ হিসেবে রোববার (৩০ জুলাই) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে রাঙামাটির রাজস্থলী উপজেলা চত্বরের পাশ ঘেঁষে রাজস্থলী বাস স্টেশনে নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 

দৃষ্টিনন্দিত রাজস্থলী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে ব্যায় হয়েছে ১২ কোটি ৫৪ লাখ টাকা। মসজিদটি বাস্তবায়নের দায়িত্ব ছিলো গণপূর্ত বিভাগের। তিন তলা মসজিদ ভবনের নিচ তলা- ১২ হাজার ১৬৮ বর্গফুট, দ্বিতীয় তলা- ৭ হাজার ৮২৫ বর্গফুট এবং তৃতীয় তলা- ৭ হাজার ৮২৫ বর্গফুট পরিমাপের।

রাজস্থলী  উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লে. আবীর আরমান নুর, উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ তৌকীব হোসেন, উপ-সহকারী প্রকৌশলী তৌহিদুল আকবর চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী সুজন পাল, ওসি জাকির হোসেন, রাঙামাটি জেলা ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মো. বখতেয়ার হোসেন, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, রাজস্থলী উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার ও উপজেলা আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা নুরুল হক প্রমুখ।