সারা বাংলা

সাংবাদিক মোহাম্মদ হুসাইনের মৃত্যু

বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ২৪ এর গোপালগঞ্জ প্রতিনিধি মুন্সী মোহাম্মদ হুসাইন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মঙ্গলবার (১ আগস্ট) বিকেল ৫টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি দীর্ঘদিন ধরে হিস্টোপ্লাজমা রোগে ভুগছিলেন। তিনি মা, এক ভাই, স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (২ আগস্ট) সকাল ৯টায় শহরের নবীবাগস্থ মার্কাস মসজিদে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পৌর কবরস্থানে দাফন করা হবে।

মুন্সী মোহাম্মদ হুসাইন গোপালগঞ্জ টিভি জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক ও গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সদস্য ছিলেন।

মুন্সী মোহাম্মদ হুসাইনের মৃত্যুতে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও সাংবাদিক মোজাম্মেল হোসন মুন্না, প্রসূন মণ্ডল, এসএম নজরুল ইসলাম, হায়দার হোসেন বাদল সাহা, সৈয়দ আকবর হোসেন, সুব্রত সাহা বাপী, একরামুল কবীর, সলিল বিশ্বাস মিঠুসহ জেলায় কর্মরত সাংবাদিকরা শোক জানিয়েছেন।