সারা বাংলা

বরগুনায় গাঁজাসহ আটক ৩

বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া লঞ্চঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। রোববার (৬ আগস্ট) সকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমনগন্ডা ইউনিয়নের মৃত পনু মিয়ার ছেলে জামাল মিয়া (২৪), জমির আলীর ছেলে রফিক বিহারী (৩০) ও তার স্ত্রী হাজেরা বেগম (২৫)।

র‌্যাব ৮-এর সিনিয়র এএসপি মো. নাজমুল হক বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চ টার্মিনালে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা সাইড ব্যাগ তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।