সারা বাংলা

অন্ধকারে পেকুয়া, সুপেয় পানির তীব্র সংকট

কক্সবাজারের পেকুয়ায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে গত তিন দিন ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। পাশাপাশি নলকূপ পানির নিচে তলিয়ে যাওয়ায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলাবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে, মাতামুহুরী নদীর স্রোত ও পাহাড়ি ঢলে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে যায়। এতে পেকুয়া উপজেলার সদর ইউনিয়ন, শিলখালী ও বারবাকিয়া ইউনিয়ন প্লাবিত হয়। পানিবন্দি হয়ে পড়েন লাখো মানুষ। এসময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় উপজেলার ৭ ইউনিয়নে।

পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম বাহাদুর শাহ বলেন, ‘সড়ক-উপসড়কসহ ৯০ ভাগ বসতঘর ও নলকূপ পানির নিচে তলিয়ে গেছে। ৬-৭ ফুট ঢলের পানি হওয়ায় তিন দিন ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ আছে।’

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস চৌধুরী বলেন, ‘মগনামা প্লাবিত হয়নি তবুও তিন ধরে বিদ্যুৎ নেই। মোবাইল নেটওয়ার্কেও সমস্যা হচ্ছে। আমি পেকুয়া জোনাল অফিসে কল দিয়েছিলাম। কিন্তু কল রিসিভ করেননি তারা।’

বিদ্যুৎ সরবরাহ কবে নাগাদ স্বাভাবিক হবে এ বিষয়ে জানতে পেকুয়া সাব জোনাল অফিসের এজিএম দীপন চৌধুরীকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা বলেন, ‘পেকুয়ার মানুষ সুপেয় পানির সংকটে ভুগছে। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় মানুষের কষ্ট আরও বেড়েছে। আমরা সার্বক্ষণিক বন্যা দুর্গতদের খোঁজ খবর রাখছি এবং তাদের জরুরি সহায়তা করে যাচ্ছি।’