সারা বাংলা

কক্সবাজারে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস ত্রাণ প্রতিমন্ত্রীর

কক্সবাজারের চকরিয়ায় ভবিষ্যতে যাতে বন্যায় ক্ষয়ক্ষতি না হয় সেজন্য মাতামুহুরি নদী ড্রেজিং ও দুই পাড়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

শুক্রবার (১১ আগস্ট) দুপরে কক্সবাজারের বন্যা কবলিত চকরিয়ার কাকারা এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণের পর গণমাধ্যমের সঙ্গে মতবিনমিয়কালে তিনি একথা বলেন।

কক্সবাজারের বন্যা কবলিত এলাকা ঘুরে ফসলি জমি, মাছের ঘেরের ক্ষয়ক্ষতি ও মানুষের খাদ্যাভাবের চিত্র দেখেন প্রতিমন্ত্রী।

ডা. মো. এনামুর রহমান বলেন, ‌‌পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির চিত্র পাওয়ার পর আন্তঃমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক করে কক্সবাজার জেলার জন্য বরাদ্দ আরও বাড়ানো হবে। বন্যার ক্ষতি মোকাবেলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।

এর আগে চকরিয়ার কাকারায় ২৫০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন ডা. মো. এনামুর রহমান। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য তাজুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য জাফর আলম, আশেক উল্লাহ রফিক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব কেএম আবদুল ওয়াদুদ, কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান প্রমুখ।