সারা বাংলা

চারঘাটে চিকিৎসকের মুক্তির দাবিতে মানববন্ধন

নারীর শ্লীলতাহানির মামলায় কারাবন্দি রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সহকারী সার্জন ডা. আতিকুল হকের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা শনিবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করেন। 

এ সময় বক্তারা বলেন, চিকিৎসক আতিকুল হকের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, তা ষড়যন্ত্রমূলক। তারা আতিকুল হকের মুক্তি দাবি করেন। পাশাপাশি মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ারও দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

প্রায় ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসক আশিকুর রহমান, ডা. রিয়াদ আলী, ডা. আফজাল হোসেন প্রমুখ।   শ্লীলতাহানির অভিযোগে প্রায় ৮ মাস আগে উপজেলার গোপালপুরে এক নারী ডা. আতিকুল হকের বিরুদ্ধে আদালতে মামলা করেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) ওই মামলায় আত্মসমর্পণ করে জামিন চান ডা. আতিকুল হক। এ সময় আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।