খেলাধুলা

১০ কার্ড আর অতিরিক্ত ২০ মিনিটের ম্যাচে বার্সার অপ্রত্যাশিত সূচনা

স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমের সূচনাটা ভালো হলো না বার্সেলোনার। লিগের প্রথম ম্যাচেই তারা পয়েন্ট হারিয়েছে। রোববার রাতে ১০ কার্ডের ম্যাচে গেটাফের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।

যদিও ৭৫ শতাংশ বলের দখল ছিল কাতালান ক্লাবটির কাছে। তারা গোলপোস্টের দিকে ১৪টি শট নিয়েছিল। তার মধ্যে চারটি ছিল অন-টর্গেটে। অন্যদিকে গেটাফে শট নিয়েছিল ৫টি। তার মধ্যে অন টার্গেটে ছিল মাত্র ২টি।

এদিন ম্যাচের ৪২ মিনিটে দশজনের দলে পরিণত হয় বার্সেলোনা। এ সময় রাফিনহা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ৫৭ মিনিটের সময় গেটাফেও দশজনের দলে পরিণত হয়। এ সময় তাদের জেইমি মাতা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এছাড়া তাদের আরও ৬ জন দেখেন হলুদ কার্ড। আর বার্সেলোনার দেখেন আরও ২ জন। সব মিলিয়ে এই ম্যাচে ১০টি কার্ড দেখানো হয়। তার মধ্যে ২টি লাল কার্ড। আর ৮টি হলুদ কার্ড।

শুধু তাই নয়, বার্সেলোনার কোচ জাভিও এইদিন লাল কার্ড দেখেন।

লাল কার্ড, হলুদ কার্ড আর বিতর্কের ছড়াছড়ি ম্যাচটি অতিরিক্ত ২০ মিনিট পর্যন্ত যায়। অর্থাৎ ১১০ মিনিট পর্যন্ত হয় ম্যাচটি।

ম্যাচ শেষে রেফারিদের সমালোচনা করতে পিছপা হননি জাভি, ‘রেফারি সেই ব্যক্তি যিনি এই ম্যাচটিকে এতদূর গড়ানোর সুযোগ দিয়েছেন। আমি তাকে বলেছিলাম যে আপনি অনেক বেশি ফাউল করতে দিচ্ছেন, সে কারণে তিনি আমাকেও লাল কার্ড দিয়ে বের করে দেন। এবং আমি শেষ মুহূর্তে কোনো হ্যান্ডবল হওয়ার মতো কিছু দেখিনি।’

ম্যাচটিতে ২০ মিনিট যোগ করা সময় দেওয়ার বিষয়টির সমালোচনা করেন জাভি, ‘এটাও লজ্জাজনক যে তিনি যোগ করা সময় ২০ মিনিট দিয়েছেন। আমরা আসলে নিজেদেরকে বোকা বানাচ্ছি, এটা সত্যিই হাস্যকর।’

শুরুটা ভালো না হলেও হতাশ নন জাভি, ‘গত বছরও আমরা একইভাবে শুরু করেছিলাম এবং দেখুন কিভাবে আমরা শেষ করেছি (চ্যাম্পিয়ন হিসেবে)। এই ম্যাচ নিয়ে আমি খুশি। কারণ, আমরা ১০ জন নিয়ে ভালো খেলেছি। আমাদের সুযোগ ছিল কিন্তু আমরা সেগুলোর সদ্ব্যবহার করতে পারিনি।’

লিগে পরবর্তী ম্যাচে আগামী রোববার রাতে কাদিজের মুখোমুখি হবে বার্সেলোনা।