সারা বাংলা

বুধবার চালু হচ্ছে বান্দরবান-রোয়াংছড়ি সড়ক যোগাযোগ

বন্যা ও পাহাড় ধসের কারণে টানা ৯দিন বান্দরবান-রোয়াংছড়ি সড়ক যোগাযোগ বন্ধ থাকার পর আগামীকাল বুধবার (১৬ আগস্ট) থেকে চালু হচ্ছে সড়ক যোগাযোগ।

মঙ্গলবার (১৫ আগস্ট) বান্দরবান-রাঙ্গামাটি-রোয়াংছড়ি বাস স্টেশনের লাইনম্যান মো. পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, চলতি মাসের শুরুতে বান্দরবানের ভয়াবহ বন্যা ও ভারী বৃষ্টিপাতের কারণে সড়কের বিভিন্ন জায়গায় পানিতে তলিয়ে যায় এবং  পাহাড় ধসে সড়কের বিভিন্ন স্থানে মাটির স্তুপ সৃষ্টি হওয়ায় বান্দরবান-রোয়াংছড়ি গাড়ি চলাচল বন্ধ ছিল। 

বন্যার পানি নেমে যাওয়া এবং সড়কের উপর পাহাড় ধসের মাটি সরানো কাজ শেষ করে গাড়ি চলাচলের উপযোগী করা হয়েছে। ফলে আগামীকাল (১৬ আগস্ট) থেকে বান্দরবান-রোয়াংছড়ি সড়কে স্বাভাবিকভাবে গাড়ি চলবে বলে তিনি জানান। 

এর আগে ১৪ আগস্ট বান্দরবান-রাঙ্গামাটি সড়কে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। সড়ক ভেঙে যাওয়ার কারণে তবে গত ৮ আগস্ট থেকে বান্দরবান থেকে রুমা-থানচি গাড়ি চলাচল বন্ধ রয়েছে।