আন্তর্জাতিক

ক্ষমতায় ফেরার দ্বিতীয় বার্ষিকী উদযাপন করছে তালেবান

আফগানিস্তানের তালেবানরা মঙ্গলবার তাদের ক্ষমতায় প্রত্যাবর্তনের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করেছে। প্রায় ২০ বছর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের পর ২০২১ সালের ১৫ আগস্ট পুনরায় ক্ষমতায় ফিরেছিল গোষ্ঠীটি।

২০২১ সালের আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলের দিকে অগ্রসর হতে শুরু করে তালেবান। তাদের আক্রমণের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় মার্কিন মদদপুষ্ট প্রেসিডেন্ট আশরাফ গনি। ১৫ আগস্ট কাবুল দখলের পরপর তালেবান আফগানিস্তানে ইসলামী ব্যবস্থার অধীনে রাষ্ট্র পরিচালনার ঘোষণা দেয়। এরপরই দেশটি ছেড়ে চলে যায় বিদেশি সাহায্যকারী সংস্থাগুলো। দেশটিতে ইতিমধ্যে নারী শিক্ষা বন্ধ করা হয়েছে। সম্প্রতি নারীদের বিউটি সেলুনগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেছেন, ‘কাবুল বিজয়ের দ্বিতীয় বার্ষিকীতে আমরা আফগানিস্তানের মুজাহিদ (পবিত্র যোদ্ধা) জাতিকে অভিনন্দন জানাতে চাই এবং তাদের এই মহান বিজয়ের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাতে চাই।’

তালেবান সরকারের সমালোচনা করে জাতিসংঘের উপ-মহাসচিব আমিনা মোহাম্মদ এক বিবৃতিতে বলেছেন, ‘তালেবান আফগানিস্তানে ক্ষমতা গ্রহণের পর দুই বছর হয়ে গেছে। দুই বছর যা আফগান নারী ও মেয়েদের জীবন, তাদের অধিকার এবং ভবিষ্যতকে উল্টে দিয়েছে।’

মঙ্গলবার ছুটি ঘোষণা করায় রাজধানীতে ছিল কঠোর নিরাপত্তা। তালেবান যোদ্ধা, সমর্থক এবং কাবুলের কিছু বাসিন্দা রাস্তায় জড়ো হয়েছিল বিজয় উদযাপনের জন্য। রাস্তাগুলোতে কালো ও সাদা পতাকা নেড়ে সেনা ও শিশুদের নিয়ে অনানুষ্ঠানিক কুচকাওয়াজ করেছে তালেবান।

কাবুলের বাসিন্দা সাইয়েদ হাশমতুল্লাহ সাদাত বলেন, ‘আজ আমি এখানে তালেবানের দ্বিতীয় বার্ষিকীর স্মৃতিচারণ করতে এসেছি। সেই দিনটি ছিল যেদিন আফগানিস্তানের শত্রুকে আমাদের দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, সে কারণেই আমি এখানে উদযাপন করতে এসেছি।’