খেলাধুলা

বেলিংহামের জোড়া গোলে জয় পেল রিয়াল

রিয়াল মাদ্রিদে এসে মানিয়ে নিতে খুব একটা সময় নেননি জার্মান সেনসেশন জুড বেলিংহাম। মাঝমাঠের পুরোটা জুড়েই রাজত্ব করছেন এই তরুণ। দলের প্রয়োজনে উঠে আসছেন উপরে, করছেন গোলও। ফিনিশিংয়ে দেখাচ্ছেন দক্ষতা। বেলিংহামের আলো ছড়ানোর রাতে আরেকটি জয় পেল রিয়াল।

শনিবার (১৯ আগস্ট) দিবাগত রাতে লা লিগার ম্যাচে আলমেরিয়ার মুখোমুখি হয়েছিল কার্লো আনচেলত্তির দল। ম্যাচে ৩-১ গোলে জিতেছে তারা। বেলিংহামের জোড়া গোলের পাশাপাশি বাকি গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। আলমেরিয়ার হয়ে একমাত্র গোলটি করেন রিয়ালের সাবেক মিডফিল্ডার সার্জিও আরিবাস।

ঘরের মাঠে ম্যাচের শুরুতেই রিয়ালকে ভয় ধরিয়ে দিয়েছিল আলমেরিয়া। তৃতীয় মিনিটেই এগিয়ে যায় তারা। মাঠের বাম পাশ ধরে এগিয়ে গিয়ে আর্জেন্টাইন মিডফিল্ডার লুকাস রবার্তোনি ক্রস বাড়ান ডি-বক্সে। দ্রুত গতিতে দৌঁড়ে গিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন আরিবাস।

সমতা ফেরাতে অবশ্য খুব বেশি সময় নেয়নি রিয়াল। ম্যাচের ১৯তম মিনিটে দানি কারভাহালের ক্রসে ফেদে ভালভার্দের হেড ব্যর্থ হয়। ডি-বক্সে বল পান বেলিংহাম। বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে বাকি কাজ সারেন এই তরুণ।

এরপরও দুই দলই আক্রমণ-প্রতি আক্রমণের পসরা সাজিয়ে বসে। কিন্তু প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কেউ। রিয়াল আবার এগিয়ে যায় ম্যাচের ৬০তম মিনিটে। ক্রুসের চমৎকার ফ্রি কিকে ছুটে গিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন বেলিংহাম। এ নিয়ে দুই ম্যাচে তার গোল হলো তিনটি।

ম্যাচের ৭৩ মিনিটে আরো একটি গোল আদায় করে নেয় ‘লস ব্লাঙ্কোস’রা। এবার দৃশ্যপটে ভিনিসিয়াস। বেলিংহামের কাছ থেকে ডি বক্সের মাথায় বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা। চলতি মৌসুমে এটাই তার প্রথম গোল।  

এই জয়ে লা লিগায় দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করেছে রিয়াল মাদ্রিদ। রাতের অন্য ম্যাচে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সেল্টা ভিগো।