নারায়ণগঞ্জের ফতুল্লায় মাসদাইর এলাকায় অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়, রেস্টুরেন্ট ও আশপাশের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও পুলিশ কর্মকর্তাসহ ১২ জন আহতের ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ আগস্ট) বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল রোববার রাতে ফতুল্লা থানার (উপ-পরিদর্শক) কামাল বাদী হয়ে মামলা করেন। এরপর রাত থেকেই আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। সোমবার দুপুর পর্যন্ত ২৯ জনকে গ্রেপ্তার করে তারা।
আরও পড়ুন: ফতুল্লায় আ. লীগ অফিস, রেস্টুরেন্ট ও বসতবাড়িতে হামলা, আহত ১২
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম জানান, এলাকার কেউ বাদী হতে সম্মত না হওয়ায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় এজাহারনামীয় আসামি রয়েছেন ৮ জন এবং নাম না জানা আসামি ৪৫-৫০ জন। এ মামলায় গ্রেপ্তার ২৯ জনের মধ্যে চারজন সরাসরি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
নারায়ণগঞ্জ আদালতের কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান জানিয়েছেন, বিকেলে গ্রেপ্তারকৃত আাসামিদের নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সামসাদ বেগমের আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আাসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।