যশোর পৌরসভার কয়েকটি সড়ক ৮ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে। ফলে পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন ওই সব সড়কের বাসিন্দারা। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর দুপাশে ড্রেন থাকলেও তা পানি নিষ্কাশনে কোনো কাজেই আসছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস জানিয়েছে, বুধাবর (২৩ আগস্ট) সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বিকেল ৪টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮ মিলিমিটার।
সরজমিনে দেখা গেছে, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বেজপাড়া, ৫ নম্বর ওয়ার্ডের এমএম কলেজ এলাকা, খড়কি, টিবি ক্লিনিক এলাকা, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রায়ই সব রাস্তাতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
বেজপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মজিদ বলেন, টানা বৃষ্টিতে এই এলাকার প্রায়ই সবগুলো সড়ক হাটু সমান পানির নিচে তলিয়ে গেছে। কারও কারও ঘরেও পানি উঠে গেছে। ঘরবন্দী হয়ে পড়েছেন অনেক মানুষ। পৌরসভার পানি নিষ্কাশনের জন্য যে ড্রেন নির্মাণ করা হয়েছে, তা আমাদের কোনো কাজেই আসছে না।
একই এলাকার শিক্ষার্থী শেখ রাব্বি বলেন, স্কুলে যাওয়ার সময় এমন জলবদ্ধতা ছিল না। কিন্তু এখন ফেরার সময় পুরো স্কুল ড্রেস ভিজে গেছে। রিকশা বা কোন কিছুতে পানি আটকানো যায় না। বর্ষাকালে প্রায়ই এমন দুর্ভোগের শিকার হতে হয় আমাদের।
শহরের এমএম কলেজ এলাকার বাসিন্দা রোকসানা বেগম বলেন, ঘরে ড্রেনের পানি উঠে গেছে। একটা অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এরপরে নানা রকম রোগ দেখা দেবে। কয়েকবছর ধরে এই এলাকার মানুষ এমন ভোগান্তির শিকাট হচ্ছেন। পৌরসভা কার্যকারী পদক্ষেপ নিচ্ছে না।
যশোর পৌরসভার প্রকৌশলী কামাল আহমেদককে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে যশোর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু বলেন, পৌরসভার কয়েকটি সড়ক পানিতে তলিয়ে গেছে। আমাদের লোকজন কাজ করছেন। আশা করছি কয়েক ঘণ্টার মধ্যে জলাবদ্ধতা কেটে যাবে।