আন্তর্জাতিক

ওয়াগনারকে রাশিয়ার প্রতি আনুগত্যের নির্দেশ পুতিনের

ওয়াগনারের ভাড়াটে সেনাদের রাশিয়ার প্রতি আনুগত্যের শপথ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার তিনি এ সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন।

ডিক্রিতে ওয়াগনার ছাড়াও ইউক্রেনের সামরিক কর্মকাণ্ডে অংশগ্রহণকারী, সেনাবাহিনীকে সহায়তাকারী এবং আঞ্চলিক প্রতিরক্ষা ইউনিটে কর্মরত সবার প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে।

দুদিন আগে ইয়েভেনি প্রিগোজিনসহ ওয়াগনারের কয়েক জন নেতা বিমান দুর্ঘটনায় নিহত হন। এরপরেই পুতিন এই ডিক্রি জারি করলেন।  বিশ্লেষকরা বলছেন, জুন মাসে ওয়াগনারের বিদ্রোহের পর পুতিনের এই ডিক্রি তার কর্তৃত্ব পুনরুদ্ধার প্রচেষ্টার অংশ।

এদিকে, শনিবার রুসিচ নামে পরিচিত ওয়াগনারের একটি অতিডান সাবইউনিট জানিয়েছে, তারা ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করে দিচ্ছে।

একটি টেলিগ্রাম পোস্টে রুসিচ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য ইয়ান পেট্রোভস্কিকে রক্ষা করতে ব্যর্থ হওয়ার জন্য অভিযুক্ত করেছে। পেট্রোভস্কি ভিসা লঙ্ঘনের জন্য ফিনল্যান্ডে গ্রেপ্তার হয়েছেন এবং ইউক্রেনে প্রত্যর্পণের মুখোমুখি হয়েছেন।