সারা বাংলা

সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

নীলফামারীতে সাংবাদিক আব্দুর রশিদ শাহকে (৩৮) প্রাণনাশের হুমকি দিয়েছে এক দুর্বৃত্ত বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার (২৬ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে নীলফামারী সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

আব্দুর রশিদ শাহ নীলফামারী পৌরসভার মধ্য হাড়োয়া এলাকার ছাবের আলী শাহ’র ছেলে। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ ২৪ ও অনলাইন নিউজ পোর্টাল ডেইলি বাংলাদেশের নীলফামারী প্রতিনিধি হিসেবে কর্মরত।

ভুক্তভোগী আব্দুর রশিদ শাহ বলেন, শনিবার রাত ৮টা ৫২ মিনিটের দিকে আমার মোবাইলে একটি কল আসে। কলটি রিসিভ করার পর অপর প্রান্তে থাকা ব্যক্তি আমাকে জিজ্ঞেস করেন, আপনি শাকিল নাকি। তখন আমি বলি যে, আমার নাম শাকিল না। পুনরায় আমাকে শাকিলের কথা জিজ্ঞাস করলে আমি তাকে বলি যে, আমি শাকিল না, আপনার মনে হয় ফোন নম্বরটি ভুল হয়েছে। তখন অপর প্রান্তে থাকা ব্যক্তি আমার সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলতে শুরু করেন। নাম না জানা ওই ব্যক্তি আমাকে হুমকি দিতে থাকেন। বলেন ২৪ ঘন্টার মধ্যে তোকে খুন করে ফেলব। কেউ তোকে বাচাঁতে পারবে না।

তিনি আরও বলেন, এরপর আমাকে নীলফামারীর টিটিসির ওখানে যেতে বলে। আমি আমার বন্ধু মিজানুরসহ সেখানে যাই। এরপর রাত ৯টা ৫ মিনিটে আবারও ফোন দিয়ে আমাকে হুমকি দিয়ে একপর্যায়ে কল কেটে দেন হুমিকাদাতা। পরে আমি আমার সহকর্মী বৈশাখী টেলিভিশনের সুমনকে ঘটনাটি বললে সে ওই নম্বরে কল দেয়, তাকেও ফোন রিসিভ করে অকথ্য অশ্লীল ভাষায় বকাবকি করে অপর প্রান্তে থাকা ব্যক্তি।

বৈশাখী টেলিভিশনের নীলফামারী প্রতিনিধি ওয়ালি মাহমুদ সুমন বলেন, ঘটনা শুনে ওই নম্বরে ফোন দিলে আমাকেও অশ্লীল ভাষায় বকাবকি করা হয়। এভাবে একজন সাংবাদিকে ফোনে হুমকি আসা খুব চিন্তার বিষয়। প্রশাসন যেনো দ্রুত ঘটনায় জড়িত ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনে।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, আমরা বিষয়টিকে গুরুত্বসহকারে দেখছি।