বিনোদন

পুলিশের লাঠি কেড়ে নিয়ে পুলিশের ওপর নারী মডেলের হামলা (ভিডিও)

রাস্তায় এক নারীকে লাঠি দিয়ে বাড়ি মারেন এক নারী পুলিশ কর্মী। তারপর উচ্চ স্বরে কথা বলতে বলতে পুলিশের দিকে তেড়ে যান ওই নারী। শুধু তাই নয়, লাঠি কেড়ে নিয়ে ওই পুলিশকে একাধিকবার আঘাত করেন তিনি। এ পরিস্থিতিতে দ্রুত এগিয়ে আসে অন্য পুলিশ সদস্যরা। এরপর ওই নারীকে যৌথভাবে আটক করে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা। এরই মধ্যে ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল। বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে। কারণ পুলিশকে হামলা করা ওই নারী একজন রূপান্তরকামী মডেল।

ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া জানিয়েছে, পুলিশের ওপর হামলাকারী ওই নারীর নাম তেনজিন মারিকো। তিব্বতের প্রথম রূপান্তরকামী মডেল তিনি। ভারতের হিমাচল প্রদেশের ম্যাকলিওডগঞ্জ মার্কেটের ধর্মশালায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি। এসময় তেনজিনের সঙ্গে আরো ১১ জন বিদেশি বন্ধু ছিলেন। পুলিশ তাদেরকেও আটক করেছে।

পুলিশের বরাত দিয়ে ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, পুলিশ আইন ১১৪, ১১৫ ধারায় মামলা দায়ের হয়েছে। এ মামলায় মোট ১২জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।