সারা বাংলা

সরাইলে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চোর সন্দেহে বজলু মিয়া (২৫) নামে এক যুবক গণপিটুনিতে মারা গেছেন। এ সময় বজলু মিয়ার সঙ্গে থাকা সুজন নামে এক যুবকও গণপিটুনিতে আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত বজলু মিয়া চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামের আলী আফজলের ছেলে। সুজন একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সুজনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম। 

তিনি জানান, চোর সন্দেহে বজলু নামের এক যুবককে পিটিয়ে মেরে ফেলেছে এলাকার লোকজন। আরেকজনকে আহত করেছে। 

আলফাজ মিয়ার বাড়িতে চুরি করতে গেলে তাদেরকে পিটুনি দেওয়া হয় বলে স্থানীয়দের বরাত দিয়ে জানান তিনি।