স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি-জামায়াত দেশে আন্দোলনের নামে সহিংসতা করলে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ও সালামী মঞ্চ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৩-২০১৪ সালে বিএনপি-জামায়াত আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছে। তাদের বৈশিষ্ট্যই হচ্ছে মানুষকে পুড়িয়ে মারা। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ন হাসপাতাল তৈরি করে দগ্ধদের সুচিকিৎসার ব্যবস্থা করেছেন।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। যারা সহিংস কর্মকাণ্ড করবে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
নারায়ণগঞ্জে মাদক ও কিশোর গ্যাংয়ের ব্যাপারে মন্ত্রী বলেন, কিশোর অপরাধীদের সংশোধনে সরকার সামাজিকভাবে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মাদক নিয়ন্ত্রণে কোস্টগার্ড এবং বিজিবিকে আরও শক্তিশালী এবং সুসংগঠিত করা হয়েছে। নৌপথে ও সীমান্ত এলাকাগুলোতে তাদের কার্যক্রম জোরদার করা হয়েছে।
এ সময় মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ নির্মূলে সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান আসাদুজ্জামান খান কামাল।