সারা বাংলা

৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের টাওয়ারে যুবক, ২ ঘণ্টা পর উদ্ধার

কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার বাজার এলাকায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের টাওয়ারের চূড়ায় উঠে পড়া নাসির উদ্দীন নামে যুবককে উদ্ধার করেছে বুড়িচং উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা ফায়ার সার্ভিসের লিডার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানা যায়, রোববার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এক যুবককে টাওয়ারের চূড়ায় উঠে পা দোলাতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে টানা দুই ঘণ্টার চেষ্টায় ওই যুবককে উদ্ধার করেন। ওই যুবক নিজের নাম ছাড়া কিছু বলতে পারেননি। তাকে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নেওয়া হয়।

নাসির উদ্দীন কেন টাওয়ারে উঠলেন— এ বিষয় কিছু বলতে পারছেন না তিনি। তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বুড়িচং উপজেলার নির্বাহী অফিমসার সাহিদা আক্তার বলেন, ‘এই যুবক আগেও একবার টাওয়ারে উঠেছিলেন। তিনি অপ্রকৃতিস্থ। তার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তার বাড়ির ঠিকানা আমরা এখনো পাইনি। বতর্মানে তিনি বুড়িচং উপজেলা সরকারি হাসপাতালে চিকিংসাধীন রয়েছেন।’