আন্তর্জাতিক

উনের আমন্ত্রণ ‘কৃতজ্ঞতার’ সাথে গ্রহণ করেছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রন জানিয়েছেন দেশটির শীর্ষনেতা কিম জং উন। পুতিন সেই আমন্ত্রণ ‘কৃতজ্ঞতার’ সাথে গ্রহণ করেছেন। বৃহস্পতিবার ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন কিম জং উনের পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ ‘কৃতজ্ঞতার সাথে গ্রহণ করেছেন।’

তিনি জানিয়েছেন, কিম জং উনের রাশিয়া সফর বেশ কয়েক দিন ধরে চলবে। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে উনের শীর্ষ সম্মেলনটি ‘সময়োপযোগী, দরকারী এবং গঠনমূলক’ ছিল। মস্কো পিয়ংইয়ংয়ের সাথে সম্পর্ক উন্নয়নের এই ধারা অব্যাহত রাখবে।

পেসকভ আরও জানিয়েছেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অক্টোবরে উত্তর কোরিয়া সফরে যাবেন।

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাদ্যম কেসিএনএ বলেছে, ‘অভ্যর্থনা শেষে কিম জং উন সৌজন্যমূলকভাবে পুতিনকে একটি সুবিধাজনক সময়ে ডিপিআরকে (উত্তর কোরিয়ার সরকারি নাম) পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।’

মঙ্গলবার দুদিনের সফরে রাশিয়া গিয়েছেন কিম জং উন। সফরকালে বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে। এসব চুক্তির বিষয় প্রকাশ না হলেও পশ্চিমা সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র চেয়েছেন পুতিন।