সারা বাংলা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: জিএম কাদের

বাণিজ্য মন্ত্রনালয়ের ঠিক করে দেওয়া পণ্যের নতুন দাম সফল হবে না উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, ‌‘দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার।’ 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, সঠিক সময়ে নির্বাচন হবে কিনা সেটি নিয়ে জনমনে সন্দেহ রয়েছে। ভবিষ্যতে জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে এককভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সহযোগিতা করার বিষয়ে সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের কথা প্রসঙ্গে তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত গ্রহণে একক ক্ষমতা রওশন এরশাদের নেই। দলীয় ফোরামের মাধ্যমে সিদ্ধান্ত হবে আমরা নির্বাচনে কার সঙ্গে থাকবো। তবে তিনি আমাদের সিনিয়র নেতা তাই উনাকে আমরা সম্মান করি।