মাদারীপুরের কালকিনিতে জুয়া খেলার অভিযোগে এক ইউপি সদস্যসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা এ কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খোকন মৃধা (৫৫), একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য দানেশ সরদার (৫০) ও একই এলাকার আজাহার সরদার (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের একটি নির্জন স্থানে প্রতিদিন জুয়া খেলার আসর বসে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, জুয়া খেলার খবর পেয়ে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে আটক করা হয়েছে।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিংকি সাহা বলেন, আটক তিন জুয়াড়িকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।