আন্তর্জাতিক

কানাডায় ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ নয়া দিল্লির

কানাডায় অবস্থানরত ভারতীয় নাগরিক এবং দেশটিতে ভ্রমণ ইচ্ছুক নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে নয়া দিল্লি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যার পিছনে ভারতের মদত রয়েছে বলে সোমবার পার্লামেন্টে দাঁড়িয়ে বিবৃতি দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে কানাডার নিরাপত্তা সংস্থাগুলো সক্রিয়ভাবে কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জরের হত্যার সঙ্গে ভারত সরকারের এজেন্টের সম্ভাব্য যোগের অভিযোগের তদন্ত করছে। সোমবার টরেন্টোতে নিযুক্ত ভারতের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করে কানাডা। এর জবাবে মঙ্গলবার দিল্লিতে নিযুক্ত কানাডার শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘কানাডায় ক্রমবর্ধমান ভারতবিরোধী কার্যকলাপ, রাজনৈতিকভাবে ক্ষমা করা ঘৃণামূলক অপরাধ ও অপরাধমূলক সহিংসতার পরিপ্রেক্ষিতে সেখানকার সব ভারতীয় নাগরিক এবং যারা ভ্রমণের কথা ভাবছেন, তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে।’

এতে আরও বলা হয়েছে, ‘কানাডায় নিরাপত্তার ক্রমবর্ধমান পরিবেশের পরিপ্রেক্ষিতে বিশেষ করে ভারতীয় শিক্ষার্থীদের চরম সতর্কতা অবলম্বন করার এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।’