সারা বাংলা

ভিসা নীতি যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার, আমাদের বলার কিছু নেই

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ভিসা নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার। সেখানে আমাদের বলার কিছু নেই। তারা কাকে ভিসা দিবে, কি দেবে না সেটা তাদের এখতিয়ার। আমরা মনে করি, তারা কোনো দল বা পক্ষকে দেখে এটা করেননি। আগামী নির্বাচনের যারা অন্তরায় হবে, যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে অথবা নির্বাচন যারা প্রভাবিত করার চেষ্টা করবে তাদের প্রতি আমেরিকা এই ভিসা স্যাংশন নীতি প্রয়োগ করবে। এটা তাদের আভ্যন্তরীন ব্যাপার। এতে আমাদের বলার কিছু নেই।’

শনিবার (২৩ সেপ্টম্বর) দুপুর দেড়টার দিকে সাতক্ষীরা পুলিশ লাইন্সে ইনডোর প্লে গ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আফ্রিকার কোনো দেশে গিয়ে বলেছেন, তোমরা যদি তোমাদের দেশকে উন্নত করতে চাও তাহলে বাংলাদেশকে ফলো করো। শেখ হাসিনাকে ফলো করো।

নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, মানুষের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নির্বাচন আসলেই সবাই একটু আনন্দে আপ্লুত হয়। নির্বাচন আসলে সবাই তার দলের কাজ কর্ম নিয়ে আরো জনগণের কাছে পৌঁছাতে চাই। সে জন্যই এ প্রোগ্রাম সে প্রোগ্রাম হচ্ছে। এটি সব সময়ই হয়ে থাকে। পৃথিবীর সব দেশেই হয়ে থাকে। নির্বচন খুবই আসন্ন, সে জন্যই সব দল তাদের দাবি দাওয়া নিয়ে আসছে। কিছু দিন পরেই জনগণ এই আনন্দে একত্রিত হবে। আনন্দঘন পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করছি।

এসময় মন্ত্রী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি গোলাম মঈন উদ্দীন, সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ূন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জমানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বিকেল ৩টার দিকে সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপির নির্বাচনী এলাকা কালিগঞ্জ উপজেলার নলতা কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।