সারা বাংলা

নওগাঁয় বজ্রপাতে নারীসহ নিহত ৩ 

নওগাঁর মহাদেবপুর ও পোরশা উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে দুই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলের দিকে বজ্রপাতের ঘটনাগুলো ঘটে। 

মারা যাওয়ারা হলেন- মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের সিলিমপুর গ্রামের নেপাল পাহানের স্ত্রী শ্রীমতি পাহান (২৭) এবং একই গ্রামের মৃত সুবেন্দ্রনাথ পাহানের স্ত্রী সবানী পাহান (৬৫)। অপর নিহত রফিকুল ইসলাম পোরশা উপজেলার চকবিষ্ণপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। 

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, বাড়ির পাশে ধান ক্ষেতে কয়েকজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী ও পুরুয় কাজ করছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এঘটনায় আরো এক নারী আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

অন্যদিকে নওগাঁর পোরশায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।  

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, দুপুরে রফিকুল ইসলাম পুনর্ভবা নদীতে মাছ ধরতে যান। বৃষ্টি শুরু হওয়ার পর নদীতে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম মারা যান। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।