সারা বাংলা

নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নড়াইলের সদর থানা পুলিশ অভিযান চালিয়ে চেক জালিয়াতি মামলায় ১০ মাসের সাজাপ্রাপ্ত আসামি তারিকুল মৃধাকে গ্রেপ্তার করেছে। রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নড়াইল সদর উপজেলার নাকশী গ্রামের মোতালেব মৃধার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে নড়াইল সদর থানার এসআই শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নাকশী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।