অর্থনীতি

রপ্তানিকারকদের ইআরকিউ হিসাবে ডলার জমা রাখার নতুন নির্দেশনা

প্রত্যাবাসিত রপ্তানি আয়ের একটি নির্দিষ্ট অংশ (বৈদেশিক মুদ্রা) রপ্তানিকারকের রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবে জমা রাখা যায়। এই হিসাবে ডলার জমা রাখার পরিমাণ অর্ধেকে নামিয়ে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে ব্যবসায়ীদের হিসাবে ডলার কম থাকলেও বাজারে সরবরাহ বাড়বে।

বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে রোববার (২৪ সেপ্টেম্বর) বৈদেশিক মুদ্রার অনুমোদিত ডিলার (এডি) শাখায় পাঠিয়েছে।

নতুন নির্দেশনার ফলে ব্যবসায়ীদের ইআরকিউ হিসাবে ডলার কম থাকলেও বাজারে সরবরাহ বাড়বে বলে মনে করছেন ব্যাংক কর্মকর্তারা।