কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের (ইউএনডিএসএস) সহকারী মহাসচিব উনাইসি লুতু ভুনিওয়াকা। এসময় তিনি ক্যাম্পের নিরাপত্তা পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উনাইসি লুতু ভুনিওয়াকা উখিয়া উপজেলার কুতুপালং ২ নম্বর ক্যাম্প, দুপুরে বালুখালী ৮ নম্বর ক্যাম্প এবং ২০ নম্বর ক্যাম্পের বর্ধিত অংশে পরিদর্শন করেন। এসময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, ইউএনডিএসএস’র সহকারী মহাসচিব রোহিঙ্গাদের পাশাপাশি ক্যাম্পের পরিস্থিতি দেখভালের সঙ্গে যুক্ত জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর কর্মকর্তা, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এবং মানবিক সহায়তায় যুক্ত অন্যান্য সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
এর আগে, ইউএনডিএসএস সহকারী মহাসচিব আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং রোহিঙ্গা ক্যাম্পের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি কেমন সেটা সরেজমিনে দেখেন।
উনাইসি লুতু ভুনিওয়াকা গতকাল সোমবার সকালে কক্সবাজারে আসেন। ওইদিন সকাল সাড়ে ১১টায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গেও বৈঠক করেন তিনি।