সারা বাংলা

সরকার গণতন্ত্রকামী মানু‌ষের জোয়ার ঠেকা‌তে পার‌বে না: মির্জা আব্বাস

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘এই দে‌শের মানুষ তাদের অ‌ধিকার ফি‌রে পাওয়ার সংগ্রাম কর‌ছে। এই সরকার কিছু মানুষ‌কে হত্যা কর‌তে পার‌বে, গুম, খুন ও গ্রেপ্তার কর‌তে পার‌বে কিন্তু গণতন্ত্রকামী মানু‌ষের জোয়ার ঠেকা‌তে পার‌বে না। সরকারি পোশাক পড়া ভাইয়েরা ম‌নে রাখ‌বেন এই দে‌শের মানু‌ষের ট্যাক্সের পয়সায় আপনা‌দের বেতন হয়, আপানাদের অস্ত্র কেনা হয়।’ 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে খুলনার শিববাড়ী মোড়ের পাবলিক হল চত্বরে বিএন‌পির বিভাগীয় রোড মার্চ শে‌ষে অনুষ্ঠিত সমা‌বে‌শে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা ব‌লেন। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক এসএম শফিকুল আলম মনা।

বিশেষ অতিথির বক্তৃতায় বিএনপি নেতা গয়েশ্বর  চন্দ্র রায় বলেন, ঝিনাইদহ থে‌কে খুলনা পর্যন্ত শিশু কি‌শোর বৃদ্ধ সবার মুখে একটাই কথা শেখ হা‌সিনার পতন। 

তিনি আরও বলেন, খুলনায় সমাবেশে আসার সময় বা‌গেরহাট ও সাতক্ষীরায় আমাদের নেতাকর্মী‌দের ওপ‌রে হামলা হ‌য়ে‌ছে। প্রশাসন দে‌শের মানু‌ষের সেবক, তারা শাসক না। একবার ভাবুন দেশটা আমা‌দের সবার আমা‌দেরই আমা‌দের দেশ‌কে বাঁচা‌তে হ‌বে। দে‌শের গণতন্ত্রকে পুনরুদ্ধার কর‌তে হ‌বে। 

বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু বলেন, এই গণজোয়ার দে‌খে ম‌নে হয় না দে‌শে শেখ হা‌সিনার সরকার র‌য়ে‌ছে। তার মা‌নে দে‌শ স্বাধীন খুবই স‌ন্নিক‌টে।

সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বিএনপি চেযারপারসনের উপদেষ্টা মেহেদী হাসান রুমি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত,  নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল,  তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল,  শেখ সোহরাব উদ্দিন,  সুলতান সালাউদ্দিন টুকু, আসাদুজ্জামান আসাদ,  জয়ন্ত কুমার কুন্ডু,  ডঃ ওবায়দুল ইসলাম, কৃষিবিদ শামীমুর রহমান শামীম,  মাহমুদ হাসান খান বাবু, অমলেন্দু দাস অপু, আমিরুজ্জামান খান শিমুল,  আমির এজাজ খান, মনিরুল হাসান বাপ্পি,  আবু হোসেন বাবু। মোফা‌জ্জেল হো‌সেন চৌধুরী আলম, নুরুল ইসলাম নয়ন, রা‌শেদ ইকবাল খান, সাইদুজ্জামান জু‌য়েল প্রমুখ। 

এর আগে সন্ধ্যা ৭টার দিকে খুলনা শিববাড়ী মোড়ে পাবলিক হল চত্বরে এসে পৌছায় রোড মার্চ। দুপুর থেকে সমাবেশস্থলে বিপুল সংখ্যক নেতাকর্মী এসে উপস্থিত হন। পশ্চিমে সোনাডাঙ্গা বাস টার্মিনাল, উত্তরে নিউমার্কেট ও দক্ষিণে তেতুল তলা মোড় পর্যন্ত নেতাকর্মীরা অবস্থান নেয়। দুপুর থেকে প্রতিবাদী গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত কর্মীদের চাঙ্গা রাখেন জিয়া সাংস্কৃতিক সংসদ (জাসাস) এর শিল্পিরা। 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির খুলনা বিভাগীয় রোড মার্চ শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহ থেকে শুরু হয়ে দুপুর ১২টায় মাগুরায় পৌঁছায় রোডমার্চটি। এরপর যশোর মুরলী বাবুর মোড়, অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় পথসভা করে খুলনা পৌঁছায় রোডমার্চ।