সারা বাংলা

সাতক্ষীরায় স্কুলছাত্রী ধর্ষণ: প্রধান আসামি রাকিব গ্রেপ্তার

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় চাঞ্চল্যকর ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি রাকিব হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের আভিযানিক দল রোববার (১ অক্টোবর) ভোর রাতে যশোরের ঝিকরগাছা থানার বাকড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

বিকালে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুল হক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। গ্রেপ্তার রাকিব হোসেন (২০) কলারোয়া থানার আব্দুল খালেকের ছেলে। 

সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুল হক জানান, ওই স্কুল ছাত্রী স্কুলে যাতায়াতের পথে প্রায়ই তাকে কুপ্রস্তাব দিতেন রাকিব। এক পর্যায়ে গত ২০ সেপ্টেম্বর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই ছাত্রী ঘরের বাইরে এলে আগে থেকে ওঁৎ পেতে থাকা রাকিব তার মুখ চেপে ধরে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিতা ছাত্রীর মা বাদী হয়ে ২২ সেপ্টেম্বর কলারোয়া থানায় ধর্ষণ মামলা করেন। এরপর থেকে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের আভিযানিক দল রাকিবকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এক পর্যায়ে বাকড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

গ্রেপ্তার রাকিবকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।