মুন্সীগঞ্জের লৌহজংয়ে গলায় রশি পেঁচানো অবস্থায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ হলদিয়ার তিন দোকান এলাকায় স্থানীয়রা ডোবায় মরদেহটি দেখতে পায়। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য শাহীন সরদার জানান, ছেলেটি এ এলাকার না। কেউ চেনে না। গলায় রশি পেঁচানো অবস্থায় পুকুর পাড়ে পড়ে ছিল। তার বয়স আনুমানিক ১৫-১৭ বছর হবে।
তিনি আরও জানান, মরদেহের মুখমন্ডলে ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। শক্ত করে গলায় রশি পেঁচানো অবস্থায় পাওয়া গেছে।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোন্দকার ইমাম হোসেন জানান, এটা হত্যাকাণ্ড। তার পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, থানায় অপমৃত্যু মামলা হয়েছে।