কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়ন পরিষদ সদস্য হালিম মিয়া (৪৫) ও তার সহযোগী আবু ছায়েদকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অবৈধ দেশীয় তৈরি পাইপগান ও ৩ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করা হয়।
সোমবার (২ অক্টোবর) রাতে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে রোববার গভীর রাতে অভিযান চালিয়ে দেশীয় পাইপগান ও গুলিসহ বাজিতপুরের বটতলা মোড় এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
হালিম মিয়া বাজিতপুরের দিলালপুর ইউনিয়নের বাহের নগর গ্রামের আবুল কাশেমের (কাছু) ছেলে ও আবু ছায়েদ আয়নারগোপ এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আরও জানান, হালিম মিয়ার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ ১১টি এবং তার সহযোগী আবু ছায়েদের নামে দুটি মামলা রয়েছে। এ ঘটনায় বাজিতপুর থানায় তাদের বিরুদ্ধে ১৮৭৮ সনের অস্ত্র আইনে মামলা রুজুর পর আদালতে সোপর্দ করা হয়।