বিনোদন

১৯০২৪ ফুট উঁচুতে ফ্যাশন শো, দেশের প্রতিনিধিত্ব করে উচ্ছ্বসিত তোরসা

বিশ্বের সবচেয়ে উঁচু যান চলাচলের উপযোগী সড়ক ‘উমলিং লা’। ভারতের লাদাখে অবস্থিত সড়কটির উচ্চতা ১৯ হাজার ২৪ ফুট। আর সেখানে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ফ্যাশন শো।

গত ২৮ সেপ্টেম্বর ভাইব্রেন্ট লাদাখ ফেস্টিভ্যালের অধীনে শোটি অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে এটি। এক টুইটে এসব তথ্য জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

‘বসুধৈব কুটুম্বকম’ অর্থাৎ ‘এক বিশ্ব এক পরিবার’— এমন স্লোগান নিয়ে অনুষ্ঠিত হয় ফ্যাশন শোটি। বিশ্বের ১৪টি দেশের মডেল এই ফ্যাশন শোয়ে অংশ নেন। এ তালিকায় রয়েছে বাংলাদেশ। লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ বিজয়ী রাফাহ নানজিবা তোরসা।

আয়োজনটিতে অংশ নিয়ে উচ্ছ্বসিত তোরসা। তার ভাষায়— ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অংশ হতে পেরে আমি গর্বিত। এমন একটি জায়গায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দিত।’