সারা বাংলা

উত্তাল বঙ্গোপসাগর, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

সক্রিয় মৌসমুী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। গতকাল সোমবার থেকে উপকূলীয় এলাকায় থেম থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। 

মঙ্গলবার (৩ অক্টোবর) আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বাংলাদেশের উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ আড়ও বাড়তে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে সব মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। সেই সঙ্গে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।