রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু হয়েছে। তার নাম রাহিমা খাতুন (২৮)। রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার কালীপুকুর এলাকার বাসিন্দা ছিলেন তিনি।
হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়েছে। বুধবার (৪ অক্টোবর) দুপুরে হাসপাতালের পরিচালক ব্র্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্র্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ জানান, রাহিমা খাতুন সম্প্রতি ঢাকা থেকে এসেছেন। জ্বর নিয়ে গত ২ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পর দিন তাকে হাসপাতালের আইসিইউতে পাঠানো হয়। রাতে তিনি সেখানে মারা যান। এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে ১২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।
চলতি ডেঙ্গু মৌসুমে হাসপাতালে ২ হাজার ২৯৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৯৬ জন। বাকিরা রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ হাজার ১৩৩ জন রোগী। বুধবার সকাল পর্যন্ত হাসপাতালে ১৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন।