আন্তর্জাতিক

ইতালিতে বাস বিধ্বস্ত, নিহত ২১

উত্তর ইতালির ভেনিসের কাছে একটি পর্যটকদের বহনকারী একটি বাস বিধ্বস্ত হয়ে অন্তত ২১ জন নিহত হয়েছে। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নগরীরর কর্মকর্তারা জানিয়েছেন, একটি ওভারপাসের কাছে বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং মেস্ত্রে জেলার রেললাইনের কাছে পড়ে যায়। দুর্ঘটনার কারণ এখনও অস্পষ্ট। 

তবে ভেনিসের সিটি কাউন্সিলর রেনাতো বোরাসো জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ৪০ বছর বয়সী চালক দুর্ঘটনার আগে অসুস্থ হয়ে পড়েছিলেন। দুর্ঘটনায় তিনিও নিহত হয়েছেন।

বোরাসো স্কাই ইতালিয়া টেলিভিশনকে বলেছেন, ‘এটি হৃদয় বিদারক ঘটনা, শহর শোকের মধ্যে রয়েছে।’

তিনি জানান, বাসটিতে ৪০ জন যাত্রী ছিল, যাদের মধ্যে ২১ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে কারণ আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

ভেনিসের সিটি হল জানিয়েছে, আহতদের কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।