অর্থনৈতিক প্রতিবেদক : দেশের বেসরকারি মোবাইল টেলিকম অপারেটর বাংলালিংক সম্প্রতি তার নতুন কল সেন্টারের উদ্বোধন করেছে বন্দরনগরী চট্টগ্রামে।
বাংলালিংকের চিফ কর্মাশিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, ‘চট্টগ্রামে বাংলালিংকের কল সেন্টার উদ্বোধন করা হয়েছে আমাদের গ্রাহকদের উন্নত মানের সেবা দেওয়ার লক্ষে।’
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলালিংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার আহমাদ ওয়াই ঘালিম, এইচ আর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিরেক্টর রিভেরা হো রাঠোর এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কাস্টমার কেয়ারের ঠিকানা : আই আই ইউসি টাওয়ার, ৭ম তলা, প্লট নং ৯, আগ্রাবাদ সি/এ, এস কে. মুজিব রোড, চট্টগ্রাম।রাইজিংবিডি/ঢাকা/৩ জুন ২০১৪/মামুন/শামসুল