জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এ সিনেমা আজ (১৩ অক্টোবর) দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
এদিকে টাঙ্গাইলে করোনেশন ডামাটিক ক্লাবে অস্থায়ীভাবে নির্মিত রাজ্য সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তির প্রথম দিনে বিনামূল্যে দেখার ব্যবস্থা করেছেন সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।
সংসদ সদস্য ছানোয়ার হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে যারা জানেন না তারা এই সিনেমা দেখে জানতে পারবেন। এই সিনেমা দেখে যেন বঙ্গবন্ধু সম্পর্কে সবাই অবগত হতে পারেন সে জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তা ছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সিনেমাটি প্রদর্শনীর ব্যবস্থা করব।’
টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল ইসলাম আলমগীর বলেন, ‘এই ধরনের সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্যকে। এই সিনেমা দেখে সবাই বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে জানতে পারবেন। বঙ্গবন্ধুর জীবনী জানলে সবাই বুঝতে পারবেন স্বাধীনতার যুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের কথা।’
হোসনেরা বেগম নামে এক দর্শনার্থী বলেন, ‘বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে অনেক কিছু অজানা। এই সিনেমা দেখে এখন কিছু জানতে পারলাম, বঙ্গবন্ধুর ত্যাগ, মুক্তিযুদ্ধের সময় তার বলিষ্ঠ নেতৃত্বসহ অনেক অবদানের কথা।’
শহিদুল ইসলাম নামে একজন বলেন, ‘মুজিব একটি চেতনা; মুজিব এই দেশের জন্য কি করছেন, তা সিনেমাটি দেখে আরো ভালোভাবে উপলব্ধি করতে পারলাম। বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বের জন্যই এই দেশ স্বাধীন হয়েছে।’
রাজ্য সিনেপ্লেক্সের মালিক রাজ্য বলেন, ‘বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত এই সিনেমা ঢাকা থেকে এনেছি খুব কষ্টে। কারণ টাঙ্গাইলে কোনো সিনেমা হল নেই। এক সময় টাঙ্গাইলে ৫টি সিনেমা হল ছিল; বর্তমানে একটিও নেই। তাই অস্থায়ীভাবে এই ক্লাবে সিনেপ্লেক্সে বানিয়ে সিনেমা চালাচ্ছি। সরকারের কাছে অনুরোধ, যাতে টাঙ্গাইলে শীতাতপ নিয়ন্ত্রিত একটি সিনেপ্লেক্সের ব্যবস্থা করে দেওয়া হয়।’