মুন্সীগঞ্জের মুক্তারপুর-সিপাহীপাড়া সড়কের বনিক্যপাড়া এলাকার পুরাতন একটি বেইলি ব্রিজ ভেঙে অতিরিক্ত মাল বোঝাই ট্রাক খাদে পড়ে গেছে। এতে দুইজন আহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে, গুরুত্বপূর্ণ এই বেইলি ব্রিজটি ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন এ রুটে যাতায়াতকারী যাত্রীরা। বিকল্প ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করায় মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোরে ওই সড়কে দেখা দেয় তীব্র যানজট। পরে যানজট নিরসনে পাশেই নির্মাণাধীন কংক্রিটের ব্রিজটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে ভোগান্তি কমে যাত্রীদের।
মুন্সীগঞ্জ সড়ক ও জনপদের (সওজ) নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা জানান, কংক্রিট ব্রিজের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। রাতে এই কংক্রিটের ব্রিজের নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল নিয়ে ট্রাক যাওয়ার সময় বেইলি ব্রিজটি ভেঙে পড়ে। তবে বিকল্প আরেকটি বেইলি ব্রিজ সচল রয়েছে। এছাড়া যানজট নিরসনে কংক্রিটের ব্রিজেটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।