সারা বাংলা

কৃষকের পাতা বৈদ্যুতিক ফাঁদে হাতির মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে ধান রক্ষা করতে কৃষকের পাতা বৈদ্যুতিক ফাঁদে পড়ে মারা গেছে একটি হাতি। হাতিটির আনুমানিক বয়স ৮ বছর। তবে, হাতিটির মৃত্যুর কারণ স্পষ্ট করতে পারেনি বন বিভাগ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর ২টার দিকে হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সারোয়ার আলম। 

সারোয়ার আলম জানান, আজ ভোরে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের রহিমের ঘোনা এলাকায় হাতিটির মৃত্যু হয়েছে। তবে কি কারণে মারা গেছে সেটা এখনো স্পষ্ট নয়। হাতিটির ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এরপরে বিস্তারিত বলা যাবে।

নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের এক ইউপি সদস্য বলেন, ধান রক্ষা করতে গিয়ে কৃষক রহিম মিয়া বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। ভোরে হাতির চারটি দল সেই ফাঁদে পড়ে। সেখান থেকে একটি হাতি মারা যায়।