সারা বাংলা

একটি পক্ষ দেশের উন্নয়ন চায় না: পরিকল্পনামন্ত্রী 

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘সাংবাদিকরা যেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন সে দিকটি সবাইকে নজর রাখতে হবে। দেশে এখন গুজবের ছড়াছড়ি। সরকার বিগত ১৫ বছরে দেশের ব্যাপক উন্নয়ন করেছে। কিন্তু একটি পক্ষ দেশের উন্নয়ন চায় না। তারা শুধু সরকারের ভুল ধরায় ব্যস্ত।’ 

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বাসভবনে সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি একথা বলেন। 

মন্ত্রী বলেন, সাংবাদিকরা জাতির দর্পন। আমি আশা করি আপনারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সব সময় আমাদের সঙ্গে থাকবেন। 

সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান ও সাধারণ সস্পাদক জাকির হোসেনের নেতৃত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, বর্তমান সহ-সভাপতি মো. মাসুক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসাইদ রাহাত, ক্রীড়া সম্পাদক মনোয়ার চৌধুরী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন, সদস্য মো. রুহুল আমিন, মোশারফ হোসেন, সৃজন আহমেদ, আজহারুল ইসলাম শিপু, মিল্লাত আহমেদ, শাহরিয়ার বাপ্পি প্রমুখ।