চীনের দক্ষিণাঞ্চলে শুয়োর ও ভেড়ার মাংস বলে চালিয়ে দেওয়া হতো বিড়ালের মাংস। দেশটির পুলিশ ওই অঞ্চলে অভিযান চালিয়ে এক হাজারেরও বেশি বিড়ালকে উদ্ধার করেছে।
বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, পশু কল্যাণ কর্মীদের কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ পূর্বাঞ্চলীয় শহর ঝাংজিয়াগং-এ বিড়ালদের বহনকারী ট্রাকটিকে আটক করে। ঝাংজিয়াগং-এর কর্মীরা একটি কবরস্থানে কাঠের বাক্সে পেরেক দিয়ে আটকে রাখা প্রচুর বিড়াল লক্ষ্য করেছিলেন। তারা ছয় দিন ধরে এই ঘটনা পর্যবেক্ষণ করেছিলেন। ১২ অক্টোবর বিড়ালগুলিকে একটি ট্রাকে বোঝাই করা হলে তারা গাড়িটি থামিয়ে পুলিশকে খবর দেয়।
দ্য পেপারের এক প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকৃত বিড়ালদের একটি আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। এই উদ্ধারের ফলে বিড়ালের মাংসের একটি অবৈধ ব্যবসা উন্মোচিত হয়েছে। বিষয়টি খাদ্য নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।
পশু কল্যাণ কর্মীরা জানিয়েছেন, প্রতি ৬০০ গ্রাম বিড়ালের মাংস ৪ দশমিক ৫ ইউয়ানে (চীনা মুদ্রা) বিক্রি হতো। একটি বিড়াল থেকে আড়াই থেকে তিন কেজি মাংস পাওয়া যায়।