লক্ষ্মীপুরে ঢিলেঢালাভাব চলছে বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল।
রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে জেলার কোথাও বিএনপি-জামায়াতের শীর্ষ নেতা-কর্মীদের দেখা যায়নি। পৌর বাস টার্মিনালসহ অন্যান্য স্থান থেকে দূরপাল্লার কোনো যানবাহনও ছেড়ে যায়নি। তবে ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। দোকানপাট রয়েছে খোলা, মানুষের উপস্থিতি কিছুটা কম হলেও জীবন যাত্রা অনেকটা স্বাভাবিক।
এদিকে, সকাল ৮টার দিকে বাস টার্মিনালসংলগ্ন ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা করেন বিএনপির নেতাকর্মীরা। পরে পুলিশ গেলে তারা পালিয়ে যায়। এছাড়া, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে, শনিবার রাতে শহরে হরতালবিরোধী বিক্ষোভ করেছে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রোববার বেলা ১১টার দিকে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভুঁইয়ার নেতৃত্বে শান্তি সমাবেশ হওয়ার কথা রয়েছে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) এ বি সিদ্দিকী জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।