আন্তর্জাতিক

প্যারিসে হিজাব পরা নারীকে পুলিশের গুলি

প্যারিসের মেট্রো স্টেশনে হিজাব পরা এক নারীকে গুলি করেছে পুলিশ। মঙ্গলবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ফ্রান্সের সরকার জানিয়েছে, ট্রেনের যাত্রীরা ওই সময় জিহাদি স্লোগান দিচ্ছিলেন এবং হুমকিমূলক আচরণ করছিলেন। আহত ওই নারীর অবস্থা গুরুতর।

সরকারী মুখপাত্র অলিভিয়ার ভেরান জানিয়েছেন, বিবলিওথেক ন্যাশনাল ডি ফ্রান্স স্টেশনে সম্পূর্ণ পর্দানশীন নারীকে গুলি করা হয়েছে। যাত্রীরা এর আগে তার ‘আক্রমনাত্মক, জিহাদি মন্তব্যের কথা জানিয়েছিল।’ যখন পুলিশ আসে, ‘তারা ওই নারীকে একপাশে সামাল দিতে ওই নারীর ওপর গুলি চালানো ছাড়া আইন প্রয়োগকারী কর্মকর্তাদের আর কোনো উপায় ছিল না।’

ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই নারীর পেটে গুলি লেগেছে। তাকে নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর আরইআর সি লাইনের মেট্রো স্টেশনটি খালি করা হয়েছে।