সারা বাংলা

পুলিশি পাহারায় চলবে আমাদানি পণ্যের ট্রাক 

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি পণ্যের ট্রাক রাতের পরিবর্তে চলবে দিনের বেলায়। পণ্যবাহী এসব ট্রাক পুলিশি পাহারায় গন্তব্যে পৌঁছে দেওয়া হবে বলে মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে মুঠোফোনে নিশ্চিত করেন পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কামাল হোসেন। 

কামাল জানান, আজ সকাল থেকে বিকেল পর্যন্ত মাত্র ১৫-২০টি পণ্যবাহী ট্রাক পনামার ইয়ার্ড থেকে ছাড়পত্র পেয়ে গন্তব্যে গেছে। বিকেল ৫টার পর বাকি পণ্যবাহী ট্রাকগুলোকে ছাড়পত্র দেওয়া হয়নি। বুধবার সকালে আটকে থাকা পণ্যবাহী ট্রাকগুলোকে ছাড়পত্র দেওয়া হবে। ছাড়পত্র পাবার পরে এসব ট্রাক পুলিশি পাহারায় পৌঁছাবে গন্তব্যে। 

তিনি আরও বলেন, সাধারণত সোনামসজিদ স্থলবন্দরের পানামার ছাড়পত্র নিয়ে পণ্যবাহী ট্রাকগুলো রাতের বেলায় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। অবরোধে যানবাহনে ক্ষতির শঙ্কায় আমদানি পণ্যবাহী এসব ট্রাক দিনের বেলায় পুলিশি পাহারায় গন্তব্যে রওনা দেবে। 

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বলেন, ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, র‌্যাব সদস্যদের পাহারায় একটি স্কোয়ার্ড সাজানো হয়েছে। স্থলবন্দর থেকে চাঁপাইনবাবগঞ্জের সদরের শেষ সীমানা পর্যন্ত পাহারা দিয়ে পণ্যবাহী ট্রাকগুলোকে নিয়ে যাওয়া হবে। অবরোধকালীন সময়ে সড়কে যানবাহন-মালের যাতে কেউ কোনো ক্ষতি করতে না পারে সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।