জাতীয়

মালয়েশিয়ায় নিহত ৩ বাংলাদেশির পরিচয় শনাক্ত

মালয়েশিয়ায় মাটি চাপা পড়ে নিহত তিন বাংলাদেশি শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। শুক্রবার (৩ নভেম্বর) কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন তাদের পরিচয় শনাক্ত করে।

নিহতরা হলেন- শরীয়তপুর জেলার জাজিরা থানার মো. সাজ্জাদ হোসাইন (২০), একই জেলার পালং থানার জাহিদুল খান (২০) এবং পাবনার ভাঙাগুড়া উপজেলার মনিরুল ইসলাম (৩১)। 

নিহত মো. সাজ্জাদ হোসাইনের মেজো ভাই মো. শাকিল জানান, অভাবের সংসারে স্বচ্ছলতা ফেরাতে চলতি বছর কলিং ভিসায় মালয়েশিয়ায় আসেন তারা। মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের মাচাংয়ের কাম্পুং মাকা এলাকার পুলাই চন্দংয়ে কাম্পুং জোহ থেকে কাম্পুং কুয়ালা পর্যন্ত সড়ক নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন সাজ্জাদ।

প্রত্যক্ষদর্শী আনিস আসিকিন আরিফিন জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি নির্মাণস্থলে হঠাৎ শ্রমিকদের চিৎকার শুনতে পান। এসময় বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বাংলাদেশিদের উদ্ধারের জন্য চিৎকার করছিলেন। দুপুর ২টার দিকে বুলডোজারের সাহায্যে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন।

মাচাং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের প্রধান সহকারী আহমদ আলফারা মোহাম্মদ জিন জানান, অগ্নিনির্বাপক কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করেন। গতকাল বিকেল ৪টার দিকে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মাচাং হাসপাতালে পাঠানো হয়। পরে মরদেহগুলো হস্তান্তর করা হয় পুলিশের কাছে।

ঘটনাটি খুবই বেদনাদায়ক উল্লেখ করে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে জানানো হয়, নিহত ৩ জনের পরিচয় পাওয়া গেছে। সব আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে মরদেহগুলো দ্রুত দেশে পাঠানো হবে।