সারা বাংলা

রামেক হাসপাতালে ২ ডেঙ্গু রোগীর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও দুই নারীর মৃত্যু হয়েছে। তারা দুজনই গৃহিণী। এই নিয়ে রামেক হাসপাতালে চলতি ডেঙ্গু মৌসুমে ২৮ জনের মৃত্যু হলো। বর্তমানে ১৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া দুই জনের মধ্যে একজনের নাম শেফালী খাতুন (৫৫)। তার গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। অপরজনের নাম সখিনা বেগম (৫৫)। তার গ্রামের বাড়ি নাটোরের লালপুরে। শনিবার (৪ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএমএ শামীম আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিচালক এফএমএ শামীম আহাম্মদ জানান, ডেঙ্গু পজিটিভ শেফালী খাতুনের ভ্রমণ ইতিহাস ছিল না। এই রোগী চার দিন ধরে জ্বরে ভুগছিলেন এবং সঙ্গে বমিও ছিল। তাকে গত ১ নভেম্বর রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ নভেম্বর দিনগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

সখিনা বেগমেরও (৫৫) ভ্রমণ ইতিহাস ছিল না। এই রোগী দুই দিন ধরে জ্বরে ভুগছিলেন। সেই সঙ্গে বমি করছিলেন। অবস্থা বেগতিক হওয়ার পর তাকে গত ২ নভেম্বর রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। কিন্তু রোগীর অবস্থা সঙ্কটাপন্ন ছিল। ৩ নভেম্বর দিনগত রাত ৩টার দিকে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানায়, শনিবার (৪ নভেম্বর) সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৮ জন। আর এখন পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ২১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ হাজার ৮০০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।