মাদারীপুরের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত ‘লিটন চৌধুরী সেতু’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি সেতুটি উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে শিবচর উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন তিনটি ইউনিয়নের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হলো। দীর্ঘ দিন ধরে এই এলাকার মানুষ উপজেলা সদরের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারতো না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার শিরুয়াইল, নিলখী ও দত্তপাড়া ইউনিয়নের অধিকাংশ এলাকাসহ আশপাশের এলাকার লক্ষাধিক মানুষের যুগ যুগ ধরে চলা ভোগান্তির অবসান হচ্ছে অবশেষে। মাত্র ১৫ মিনিটে উপজেলা সদরে পৌঁছানো যাবে এই সেতু দিয়ে। এর ফলে ব্যবসায়-বাণিজ্যের প্রসার ঘটবে নদী পাড়ের এলাকার মানুষের।
শিবচর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ৯৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৫৫০ মিটার, প্রস্ত ৯.৮০ মিটার, ব্রিজের ক্যারিজওয়ে ৭.৩০ মিটার, ফুটপাত ১.২৫ মিটার। স্প্যান রয়েছে ১১টি, গার্ডারের সংখ্যা ৪৪ টি, সেতুটির উচ্চতা ২.৪০ মিটার, লাইট পোস্ট রয়েছে ৪৬টি। এর এ্যাপ্রোচ সড়কের দৈর্ঘ্য ৬১০ মিটার। সেতুটির নির্মাণ কাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মো. মইন উদ্দীন বাঁশি ও হা-মিম ইন্টারন্যাশনাল।
২০১৮ সালের অক্টোবর মাসের শেষের দিকে সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী।