আন্তর্জাতিক

ছারপোকার যন্ত্রণায় অতিষ্ঠ দক্ষিণ কোরিয়ার নাগরিকরা

ছারপোকার যন্ত্রণায় অতিষ্ঠ দক্ষিণ কোরিয়ার নাগরিকরা। ৫ নভেম্বর পর্যন্ত রাজধানী সিউল, বুসান ও ইনচিওন শহরে কমপক্ষে ১৭টি প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ছারপোকার বিরুদ্ধে লড়তে সিউল কর্তৃপক্ষ ৩ লাখ ৮৩ হাজার মার্কিন ডলার বরাদ্দ রেখেছে। ছারপোকা নির্মূলে একটি দলও তৈরি করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় ছারপোকার উপদ্রবের বিষয়টি সেপ্টেম্বরের প্রথম দিকে দক্ষিণ-পশ্চিমের ডেগু শহরের একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে জানানো হয়। পরে পর্যটন আবাসন এবং একটি গণগোসলখানায় ছারপোকা শনাক্ত হয়.

দক্ষিণ কোরিয়ার অনেক নাগরিক ছারপোকার ভয়ে সিনেমা ও গণপরিবহন থেকে দূরে রয়েছেন।

সিউল মেট্রোপলিটন সরকার স্যানিটারি অবস্থার মূল্যায়ন করার জন্য হোটেল ও বাথহাউসসহ প্রায় ৩ হাজার ২০০ গণব্যবস্থা কেন্দ্র পরিদর্শন করবেন।  ছারপোকা নিয়ন্ত্রণে সর্বোত্তম অনুশীলন নিয়ে আলোচনা করতে সরকার বেসরকারি বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা করবে।