সারা বাংলা

শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

বান্দরবানে ১০ বছরের শিশু ধর্ষণের মামলায় কবির হোসেন (৩৬) নামে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক বেগম জেবুন্নাহার আয়েশা এ রায় দেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী বাসিং থুয়াই মারমা (পিপি) বিষয়টি নিশ্চিত করে জানান, সব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক এ রায় দিয়েছেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কবির হোসেন পটুয়াখালীর দশমিনা উপজেলার চরহোসনাবাদ গ্রামের নুর হোসেনের ছেলে। তবে বর্তমানে থাকেন বান্দরবান সদর ইউনিয়নে লেমুঝিরি আগাপাড়া এলাকায়।

মামলার এজাহারে সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর শিশুটিকে মুখ চেপে ধরে কবির হোসেন তার থাকার ঘরে নিয়ে যায়। পরে ধর্ষণ করে। একই দিনে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে বান্দরবান সদর থানায় কবির হোসেনকে আসামি করে মামলা করেন।